ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। এসময় একটি মোটরসাইকেল আগুনে জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষ। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে এ ঘটনা ঘটে।
গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মান্নান জাহাঙ্গীর জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সদস্য তসলিমুর রেজা ও এই ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মুক্তার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর সূত্র ধরে বৃহস্পতিবার গোপীনাথপুর বাজারে দু'পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারি হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় গুরুতর আহত উভয় পক্ষের তসলিম রেজা ও মুক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান কসবা থানা ওসি মোহাম্মদ মহিউদ্দিন।
টিএইচ